১০০ দিনের টাকা না দিলে ফের দিল্লিতে কাঁপাবে তৃণমূল, কেন্দ্রকে চরম হুঁশিয়ারি অভিষেকের – এবেলা

এবেলা ডেস্কঃ

১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানো নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র। শীর্ষ আদালত কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রাখায় অবিলম্বে বাংলার দিনমজুরদের পাওনা মেটানোর বাধ্যবাধকতা তৈরি হয়েছে। এই রায়কে বাংলার মানুষের ‘ঐতিহাসিক জয়’ বলে উল্লেখ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে বলেন, “বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় হার।” প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে বকেয়া থাকা এই অর্থ দ্রুত পরিশোধের মাধ্যমে বাংলায় ফের ১০০ দিনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা রাজ্য সরকারের জন্য একটি বড় স্বস্তি।

সুপ্রিম কোর্টের রায়ের পরও যদি বাংলার ন্যায্য পাওনা পরিশোধ না করা হয়, তবে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, “সুপ্রিম কোর্টের রায়ের পরও আমাদের পাওনা যদি পরিশোধ না করা হয়, তাহলে বাংলা ফের জেগে উঠবে। দিল্লিতে গিয়ে আন্দোলন শুরু করবে।” এর আগে ২০২৩ সালের অক্টোবরেও বাংলার বকেয়া মেটানোর দাবিতে দিল্লিতে ধর্না কর্মসূচি করেছিল তৃণমূল, যার নেতৃত্বে ছিলেন স্বয়ং অভিষেক। কেন্দ্রীয় সরকারের ‘ঔদ্ধত্য’ ও ‘অবিচারের’ কাছে বাংলা মাথানত করবে না বলেও তিনি তাঁর বার্তায় উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *