স্বামীর এই এক ভুলে স্ত্রী হয়ে উঠছে সন্দেহবাতিক, সম্পর্ক বাঁচাতে চাবিকাঠি আপনার হাতেই – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্তমান সময়ে দাম্পত্য জীবনে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার বাড়তি ব্যবহার বড়সড় ফাটল তৈরি করছে। পাশাপাশি থেকেও স্বামী-স্ত্রী একে অপরের জীবন সম্পর্কে উদাসীন থাকায় বাড়ছে ভুল বোঝাবুঝি। অনেক ক্ষেত্রে স্ত্রীর হঠাৎ স্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে ভুল মেসেজকে ভুলভাবে ব্যাখ্যা করে ফেলেন, যা থেকে শুরু হয় তুমুল অশান্তি। এই ভুল বোঝাবুঝি ও সন্দেহবাতিকতা দ্রুত দূর করতে স্বামীর কয়েকটি সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
সম্পর্কের অবনতি ঠেকাতে প্রথমেই স্ত্রীর প্রতিক্রিয়ায় রেগে না গিয়ে শান্তভাবে পরিস্থিতি সামাল দিন এবং তাঁকে ঠান্ডা হওয়ার সুযোগ দিন। এরপর সততার সঙ্গে মেসেজের প্রকৃত অর্থ ব্যাখ্যা করুন, মিথ্যা অজুহাত দেবেন না। সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখতে নিজের ফোনের পাসওয়ার্ড শেয়ার করুন, যা একে অপরের প্রতি আস্থা বাড়াবে এবং ভবিষ্যতে সন্দেহের অবকাশ কমাবে। নিজেকে ব্যাখ্যা করার চেয়ে স্ত্রীর মনের অনুভূতি ও তাঁর খারাপ লাগার কারণ বোঝার চেষ্টা করুন। যদি একান্তই সম্পর্ক ঠিক না হয়, তবে একজন বিশেষজ্ঞ কাউন্সিলরের সাহায্য নিন। এই পদক্ষেপগুলি দ্রুত ভুল বোঝাবুঝি দূর করে আপনাদের দাম্পত্যে নতুন সূচনা এনে দিতে পারে।