বসে আছেন মানুষটি, নড়ছেন না! কিন্তু কেন? – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক মঞ্চ ঘুরে এবার কলকাতায় ‘নধরের ভেলা’। পরিচালক প্রদীপ ভট্টাচার্যের এই ছবি শামুক-গতির এক অলস-প্রায় মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলে, যিনি কাজ করতে চান, কিন্তু প্রকৃতির নিয়মে তাঁর প্রতিটি পদক্ষেপ ধীর। ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র ভারতীয় ছবি হিসাবে এটি প্রদর্শিত হচ্ছে। পরিচালক মনে করেন, বাংলার দর্শকদের ছবিটি দেখা অত্যন্ত জরুরি। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিত সাহা। ছবিটি পরের বছর মুক্তি পাবে।