৭৫ বছরের বৃদ্ধের ‘ফুলশয্যার’ সকালেই রহস্যময় মৃত্যু! তরুণী স্ত্রীর সাথে ঠিক কী ঘটেছিল রাতে? – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের জৌনপুর থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার পরই মর্মান্তিক পরিণতি ঘটে। ৩৫ বছর বয়সী এক তরুণীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার ঠিক পরের দিন সকালেই মৃত্যু হয় বৃদ্ধ সঙ্গরু রামের। ফুলশয্যার পর সকালে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। প্রথমে এই মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধলেও, এখন পোস্টমর্টেম রিপোর্টে সেই কারণ সামনে আসায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পোস্টমর্টেম রিপোর্টে এল ‘শক’-এর তত্ত্ব

সঙ্গরু রামের মৃত্যুর আসল কারণ জানতে পরিবারের পক্ষ থেকে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সম্প্রতি সেই পোস্টমর্টেম রিপোর্ট হাতে এসেছে। রিপোর্ট অনুযায়ী, সঙ্গরু রামের মৃত্যুর কারণ হিসেবে ‘শক (Shock) এবং কোমা’-কে চিহ্নিত করা হয়েছে। জৌনপুরের গৌরাবাদশাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীণ যাদব নিজেই এই পোস্টমর্টেম রিপোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

জমি বেচে দ্বিতীয় বিয়ে, যা বললেন স্ত্রী

জানা গেছে, সঙ্গরু রামের প্রথম স্ত্রী এক বছর আগেই মারা যান। নিঃসন্তান হওয়ায় তিনি একাকী হয়ে পড়েছিলেন। এরপরই তিনি ৩৫ বছর বয়সী মনভাবতীকে বিয়ে করেন। মনভাবতীরও এটি ছিল দ্বিতীয় বিয়ে এবং তাঁর আগের পক্ষের তিন সন্তান ছিল। এই বিয়ে করার জন্য সঙ্গরু রাম তাঁর ৫ বিঘা জমি ৫ লক্ষ টাকায় বিক্রিও করে দেন।

বৃদ্ধের মৃত্যুর পর মনভাবতী জানান, তাঁর এই বিয়েতে মন ছিল না, কিন্তু তিনি ভেবেছিলেন সঙ্গরু রাম তাঁর তিন সন্তানের দায়িত্ব নেবেন। মনভাবতী আরও বলেন, আইনি বিয়ে ও ফুলশয্যার রাতে সকাল পর্যন্ত দু’জনের মধ্যে অনেক কথা হয়। কিন্তু এরপরই হঠাৎ করে সঙ্গরু রাম অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *