মাঝপথে দু-টুকরো এক্সপ্রেস ট্রেন! – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের চিত্রকূটে লোকমান্য তিলক-ভাগলপুর এক্সপ্রেসের দুটি বগি হঠাৎ রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে কোনওক্রমে রক্ষা পান প্রায় ২০০ থেকে ৩০০ যাত্রী। ঝাঁসি ডিভিশনে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটে বলে রেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে মনে করছেন। দ্রুত কামরা জোড়া লাগিয়ে সন্ধ্যায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।