স্বামীর ১০ বছরের ‘লাল বড়ি’র রহস্য ফাঁস, কী এমন গোপন রোগ লুকিয়েছিলেন স্বামী? জানলে আঁতকে উঠবেন! – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ দশ বছর ধরে এক ভয়ঙ্কর সত্য গোপন করে গিয়েছিলেন স্বামী। লিভারের রোগের কথা বলে প্রতিদিন রাতে যে ‘লাল বড়ি’ খেতেন, সম্প্রতি স্বামীর গ্রেফতারির পর সেই ‘দাওয়াই’-এর আসল রহস্য জানতে পেরে স্তম্ভিত হয়ে যান স্ত্রী। এই ঘটনা এখন শিরোনামে এসেছে চীনের ইউনান প্রদেশের একটি বিবাহবিচ্ছেদ মামলার সূত্র ধরে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বিয়ের পর থেকেই স্ত্রী লক্ষ করতেন তাঁর স্বামী প্রতিদিন নিয়ম করে লাল রঙের একটি বিশেষ ওষুধ খান। স্বামীকে জিজ্ঞেস করলে তিনি জানান, লিভারের সমস্যার জন্য এক দশক ধরে তিনি প্রতিদিন এই ওষুধটি খাচ্ছেন। স্ত্রীরও বিশ্বাস ছিল তাঁর স্বামী হয়তো দীর্ঘদিনের লিভারের সমস্যায় ভুগছেন। সরল বিশ্বাসে তিনি স্বামীর কথা মেনে নেন।
কিন্তু সম্প্রতি এক ক্যাসিনো মামলায় ওই ব্যক্তি গ্রেপ্তার হলে ভয়ঙ্কর সত্যটি প্রকাশ্যে আসে। ২০২১ সালের ডিসেম্বরে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে তাঁর জেল হয়। জেল কর্তৃপক্ষ তখন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানান, স্বামীর জন্য এইচআইভি (AIDS) রোগের ওষুধ বা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির (ART) ব্যবস্থা করতে হবে।
এই কথা শুনে স্ত্রী বাকরুদ্ধ হয়ে যান। পরে স্বামী স্বীকার করেন যে তিনি ২০১১ সাল থেকেই এইচআইভি-তে আক্রান্ত। অর্থাৎ বিয়ের প্রায় দশ বছর ধরে তিনি এই মারণ রোগের কথা স্ত্রীর থেকে গোপন করে এসেছেন।
স্বামীর এই প্রতারণায় স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। বিশেষত, বিয়ের প্রথম দিকে তাঁদের মধ্যে অসুরক্ষিত যৌন সম্পর্ক হয়েছিল বলে তিনি নিজেও সংক্রমণের ঝুঁকিতে ছিলেন। স্বামীর কাছে এই সত্য জানার পর তিনি দ্রুত এইচআইভি পরীক্ষা করান। যদিও পরীক্ষার ফল নেগেটিভ আসে।
মানসিক যন্ত্রণা ও প্রতারণার শিকার হয়ে অবশেষে স্ত্রী এই ‘শক’ কাটিয়ে উঠতে স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। তিনি প্রতারণা ও তথ্য গোপনের অভিযোগে বিবাহবিচ্ছেদের মামলা করেন। সম্প্রতি ইউনানের আদালত স্ত্রীর পক্ষেই রায় দিয়েছে। স্বামীর এই প্রতারণার কারণে তাঁদের দশ বছরের দাম্পত্যের ইতি ঘটল।