ডিপফেক ভিডিওতে চিরঞ্জীবীও শিকার! হায়দরাবাদ পুলিশের দ্বারস্থ তারকা – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী এবার ডিপফেক ভিডিওর শিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তাঁর একটি কুরুচিকর ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগে অভিনেতা সোমবার হায়দরাবাদ সাইবার ক্রাইমে বেশ কয়েকটি ওয়েবসাইট ও ছবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ওই বিকৃত ছবি ও ভিডিওগুলি অবিলম্বে সরিয়ে দেওয়ার জন্য তিনি আর্জি জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করেছে।