জন নায়কের ‘উপাধি চুরি’ বিহারের ভোটে রাহুল-তেজস্বীর বিরুদ্ধে তীব্র বিতর্ক – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: বিহার বিধানসভা নির্বাচনের আগে ‘জন নায়ক’ উপাধি নিয়ে চরম রাজনৈতিক বাকযুদ্ধ। ঐতিহাসিকভাবে কারপূরী ঠাকুরের সঙ্গে যুক্ত এই উপাধি কংগ্রেসের প্রচারে রাহুল গান্ধীকে দেওয়ায় বিতর্ক তৈরি হয়। আরজেডি’র পোস্টারে তেজস্বী যাদবকে ‘বিহারের নায়ক’ বলে উপস্থাপনা করায় সমালোচিত হচ্ছে। বিরোধীরা উপাধি চুরির অভিযোগ তুলেছে।