✈️ মাসাইমারা যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি! পর্যটকদের বিমান ভেঙে ১২ জনের মৃত্যুর আশঙ্কা কেনিয়ায় – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল কেনিয়ার কোয়ালে কাউন্টির জঙ্গল। মাসাইমারাগামী একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। ক্রু ও পাইলট সহ বিমানে থাকা ১২ জন পর্যটকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দিয়ানি থেকে কিচওয়া টেম্বরো যাওয়ার পথে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Scene where at least 12 people were killed after a light aircraft crashed in Tsimba Golini area, Kwale County on Tuesday morning pic.twitter.com/xC6hd3aqGJ
— NairobiNews.co.ke (@NairobiNews254) October 28, 2025