বাসের ছাদে ১৫ সিলিন্ডার, হাইটেনশন তারে স্পর্শ করতেই দাউদাউ আগুন বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
রাজস্থানের জয়পুরে বাসে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত বাবা ও মেয়ে। জানা গিয়েছে, বাসটির ছাদে অতিরিক্ত পণ্য ও ১৫টি এলপিজি সিলিন্ডার ছিল। ১১ হাজার কিলোভোল্টের হাইটেনশন তার বাসের অতিরিক্ত মালপত্রের সংস্পর্শে আসতেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাসে আগুন ধরে যায় এবং দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।