৯ কোটির ‘যুবরাজ’ বিদায়! ২ লাখ সন্তানের বাবা, কেন সবার চোখে জল? – এবেলা

এবেলা ডেস্কঃ
হরিয়ানার কুরুক্ষেত্র নিবাসী কৃষক করমবীর সিংয়ের বিখ্যাত মুরাহ্ জাতের মহিষ ‘যুবরাজ’-এর প্রয়াণে এখন শোকের ছায়া নেমে এসেছে। ২৭ অক্টোবর, ২০২৫ তারিখে ২৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রায় ৯ কোটি টাকা মূল্যের এই মহিষটি। সাধারণত মহিষেরা ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে, তবে যুবরাজের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। গোটা এলাকার পশু-পালকদের মধ্যে শোকের আবহ।
কেন ‘যুবরাজ’ এত বিখ্যাত?
নিজের জীবনকালে যুবরাজ প্রায় ২ লক্ষেরও বেশি মহিষশাবকের (কাটরা ও কাটরি) জন্ম দিয়েছে। তার উচ্চমানের সিমেন বা শুক্রাণু ব্যবহার করে বহু লক্ষ মহিষের গর্ভাধান করানো হয়েছে, যা তাকে বিশেষ পরিচিতি এনে দেয়। সারা জীবনে বিভিন্ন রাজ্যের পশু মেলায় সে অসংখ্য পুরস্কার জিতেছে এবং যেখানেই যেত, সেখানেই ভিড় জমাত উৎসুক জনতা।
বার্ষিক আয় ছিল প্রায় ৮০ লাখ, দেখতে কেমন ছিল?
যুবরাজের মালিক করমবীর সিং বিভিন্ন রিপোর্টে জানিয়েছেন, প্রায় ১৫০০ কেজি ওজন, ৯ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার যুবরাজ ছিল নজরকাড়া চেহারার অধিকারী। তার সিমেন বিক্রি করে মালিকের বছরে প্রায় ৮০ লক্ষ টাকা পর্যন্ত আয় হতো। তাকে কেনার জন্য বহুবার বড় অঙ্কের প্রস্তাব এলেও করমবীর সিং প্রতিবারই তা প্রত্যাখ্যান করেন।
প্রতি মাসে খরচ হত ১ লক্ষ টাকা
বিশেষ যত্ন ও পরিচর্যার জন্য যুবরাজের পিছনে প্রতি মাসে প্রায় ১ লক্ষ টাকা খরচ করতেন মালিক। তার খাদ্যতালিকায় প্রতিদিন ২০ লিটার দুধ, ১০ কেজি ফল, ১০ কেজি শস্যদানা, ৬ কেজি মটর এবং সবুজ ঘাস থাকত। শরীরকে মজবুত ও উজ্জ্বল রাখতে রোজ সন্ধ্যায় তাকে ৬ কিলোমিটার হাঁটানো হতো এবং তেল মালিশ করা হতো।
গবেষণা কেন্দ্রে বসল স্ট্যাচু
যুবরাজকে শ্রদ্ধা জানাতে হিসারের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ন্যাশনাল বাফেলো রিসার্চ ইনস্টিটিউট চত্বরে তার একটি স্ট্যাচু বা মূর্তি স্থাপন করা হয়েছে।
যুবরাজের চেয়েও দামি ‘ভীম’ ও ‘অনমোল’?
অনেকের দাবি, যুবরাজই বিশ্বের সবচেয়ে দামি মহিষ ছিল, যার দাম পশু মেলাগুলিতে ৯ কোটি টাকা পর্যন্ত উঠেছিল। তবে বর্তমানে আরও দামি মহিষের নাম শোনা যায়। যেমন, ওডিশার ‘ভীম’ মহিষের মূল্য ৩৫ কোটি টাকা এবং হরিয়ানারই ‘অনমোল’ নামের একটি মহিষের দাম ২৩ কোটি টাকা পর্যন্ত ধার্য হয়েছে বলে দাবি করেন কিছু কৃষক।