বিদেশে জন্মানো আপনার সন্তান কি ভারতের নাগরিক হতে পারে? জানুন কঠিন নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

বিদেশে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব মেলে না; বরং এটি নির্ভর করে জন্মকালীন পিতামাতার নাগরিকত্ব ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভারতীয় দূতাবাসে নিবন্ধনের ওপর। ভারতীয় নাগরিকত্ব আইন, ১৯৫৫ অনুযায়ী, জন্মসালের ভিত্তিতে এই নিয়ম ভিন্ন হয়—যেমন, ২০০৪ সালের পর থেকে শর্ত আরও কঠোর হয়েছে। বর্তমানে, একজন সন্তানকে ভারতীয় নাগরিক হিসেবে পেতে হলে জন্মের এক বছরের মধ্যে ফর্ম I সহ প্রয়োজনীয় নথি জমা দিয়ে দূতাবাস বা কনস্যুলেটে অবশ্যই জন্ম নিবন্ধন করাতে হবে। এক বছরের সময়সীমা পেরোলে ভারত সরকারের বিশেষ অনুমতির প্রয়োজন হয়, যা সহজে মেলে না।

ভারত সরকার দ্বৈত নাগরিকত্বকে স্বীকৃতি দেয় না। তাই, যদি কোনো সন্তান জন্মসূত্রে অন্য দেশের নাগরিকত্ব পেয়ে থাকে, তবে তারা পূর্ণ ভারতীয় নাগরিকত্বের অধিকার পাবে না। তবে, ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক সন্তানেরা ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (OCI) কার্ডের জন্য আবেদন করতে পারে। OCI স্ট্যাটাস আজীবন ভিসামুক্ত ভারত ভ্রমণ ও বসবাসের সুযোগ দিলেও, ভোটাধিকার বা পূর্ণ নাগরিকত্বের আইনি অধিকার দেয় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *