৮ম বেতন কমিশন গঠন চূড়ান্ত, চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, কবে থেকে কার্যকর – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন গঠনের শর্তাবলীতে অনুমোদন দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই খবর নিশ্চিত করেছেন। এই কমিশন আগামী ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা দেবে। ২০২৬ সালের ১ জানুয়ারি এটি কার্যকর হতে পারে। প্রায় ৫০ লক্ষ কর্মী ও ৬৫ লক্ষ পেনশনভোগী এর সুবিধা পাবেন।