অনুপ্রবেশের বদলে গান ধরলেন মনোজ বাজপেয়ী – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
চার বছরের অপেক্ষার অবসান! অ্যামাজন প্রাইমের জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর নতুন প্রোমোতে গুপ্তচর শ্রীকান্ত তিওয়ারিকে দেখা গেল গায়কের ভূমিকায়। দীপাবলি পেরিয়ে ছট পূজায় মুক্তিপ্রাপ্ত এই ঝলকে মনোজ বাজপেয়ীর বেসুরো গানে অতিষ্ঠ স্ত্রী-সহ সহকর্মীরাও। সিরিজের তৃতীয় সিজন আসছে আগামী ২১ নভেম্বর।