পেনশনভোগীদের জন্য লোনের গোপন রাস্তা! অবসরের পরও ঋণ পেতে এই ৩ কৌশল জানুন – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
অবসর জীবন শুরু করেও শখ পূরণ বা ব্যবসা শুরুর জন্য ঋণ পেতে চান প্রবীণ নাগরিকরা? ব্যাংকগুলি সহজে লোন দিতে দ্বিধা করলেও কয়েকটি কৌশল কাজে লাগালে সমস্যা মিটতে পারে। পেনশন অ্যাকাউন্টের ব্যাংকে আবেদন, ভালো ক্রেডিট স্কোর সহ সহ-আবেদনকারী রাখা এবং কম পরিমাণের স্বল্পমেয়াদী লোন চাওয়া—এই তিনটি ‘গোপন’ টিপস ঋণ পাওয়ার সুযোগ বাড়িয়ে দেবে।