আন্ধ্রে মান্থার তাণ্ডব, দেড় হাজার কিমি দূরে উত্তরবঙ্গে কেন চরম উদ্বেগ – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার কাছে ‘মান্থা’ তীব্র ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়বে। আবহাওয়াবিদদের চিন্তা শুধু উপকূলে নয়, ল্যান্ডফলের পর এর ‘আফটার ইফেক্ট’-এর কারণে সদ্য বিপর্যয় সামলে ওঠা উত্তরবঙ্গেও ফের ভারী বৃষ্টির আশঙ্কা। ৩০ ও ৩১ অক্টোবর দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।