✨ শুধু ক্যালোরি নয়! স্মার্টওয়াচ কীভাবে বদলে দিচ্ছে জীবন, জেনে নিন জরুরি ৫টি দিক – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
স্মার্টওয়াচ এখন আর শুধু ফিটনেস ট্র্যাকার নয়, এটি আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি হৃৎস্পন্দন, রক্তে অক্সিজেন, ঘুমের গুণমান ট্র্যাক করে সামগ্রিক স্বাস্থ্য পর্যবেক্ষণ করে। কল, মেসেজ ও অ্যাপ নোটিফিকেশন সরাসরি ঘড়িতে এনে যোগাযোগকে করেছে নিরবচ্ছিন্ন। প্রযুক্তি ও সুস্থতার এই মেলবন্ধন দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করছে।