ছুটি কাটাতে বাড়ি ফেরা জওয়ানের মর্মান্তিক পরিণতি! স্ত্রীর বিরুদ্ধে বিষ মেশানোর অভিযোগ, ভাইরাল হয় শেষ অডিও – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের জালালপুরে ছুটিতে বাড়ি ফেরা এক সেনা জওয়ানের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত জওয়ানের নাম মেঘশ্যাম। অভিযোগ উঠেছে, তাঁর স্ত্রী ঠাণ্ডা পানীয়ের মধ্যে বিষ মিশিয়ে তাঁকে পান করিয়ে দেন। পানীয়টি পান করার পর মেঘশ্যাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মেঘশ্যামের মৃত্যুর আগে তাঁর ভাইকে করা একটি ফোনকলের অডিও ক্লিপ বর্তমানে ভাইরাল হয়েছে। ওই ক্লিপে মেঘশ্যাম স্পষ্ট অভিযোগ করেন, “ও আমাকে ঠাণ্ডা পানীয়তে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে।” এই মারাত্মক অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে, কেন এবং কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল এবং অভিযোগের পেছনে সত্যিটা কী।