উড়ানের ঠিক আগে বিমানে তীব্র পেট্রোল গন্ধ! মাঝপথে বাতিল ইন্ডিগো ফ্লাইট, সিট ছেড়ে নামলেন যাত্রীরা – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রয়াগরাজ বিমানবন্দরে বেঙ্গালুরুগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উড়ানের ঠিক আগে কেবিনের মধ্যে তীব্র পেট্রোলজাতীয় ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। যাত্রীরা দ্রুত এই বিষয়ে অভিযোগ জানালে, ইন্ডিগো কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানটিকে সঙ্গে সঙ্গে উড়ানের অনুপযোগী ঘোষণা করা হয় এবং শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়।
বিমান সংস্থাটির এই তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় কোনো বিপদ এড়ানো সম্ভব হয়েছে। উড়ান বাতিলের ঘোষণার পর সমস্ত যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে আসেন। যাত্রীদের এই অসুবিধার জন্য ইন্ডিগো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। তবে, এই গন্ধ ঠিক কী কারণে এসেছিল এবং বিমানের কারিগরি ত্রুটি ছিল কিনা, তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থা করে গন্তব্যে পৌঁছানোর প্রক্রিয়া শুরু করেছে ইন্ডিগো।