এক স্ত্রী দুই স্বামী এই প্রথা চালু পৃথিবীর ৫ দেশে! জানুন বিরল সেই রীতি – এবেলা

এবেলা ডেস্কঃ

হিমাচল প্রদেশের সিরমোর জেলার দুই ভাই একই মহিলাকে বিয়ে করার খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে। জুলাই মাসে হওয়া এই বিরল বহুবিবাহের ছবি প্রকাশ্যে আসতেই অধিকাংশের কাছে বিষয়টি অদ্ভুত মনে হলেও, পৃথিবীর নানা প্রান্তে এমন প্রথা এখনও প্রচলিত আছে। সাধারণত পুরুষের একাধিক স্ত্রী থাকার চল দেখা গেলেও, একজন মহিলার একাধিক স্বামী থাকার এই বহুবিবাহ প্রথা বিশ্বের অন্তত পাঁচটি দেশে বিদ্যমান, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহাসিক কারণে টিকে আছে।

এই প্রথা নাইজেরিয়ার আরিগুয়ান সম্প্রদায়ের মধ্যে দেখা গেলেও, ১৯৩৮ সালের পর এর প্রচলন কমেছে। ভারতেও এটি উত্তর ভারতের জৌনসর-বাওয়ার, হিমাচল প্রদেশের কিন্নর এবং নীলগিরির টোডা উপজাতির মতো কিছু অঞ্চলে প্রচলিত আছে। এছাড়াও, পরিবারের সম্পত্তি রক্ষা করার উদ্দেশ্যে তিব্বত, নেপাল ও চিনের কিছু অঞ্চলে ভাইদের মধ্যে একই মহিলাকে বিয়ে করার প্রথা প্রচলিত। কেনিয়া এবং দক্ষিণ আমেরিকার বোরোরো উপজাতির মতো কিছু সংস্কৃতিতেও মহিলাদের একাধিক স্বামী থাকার রীতি দেখা যায়, যা এই বিরল সামাজিক কাঠামোর ইঙ্গিত দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *