ভারতের এমন একটি গ্রাম যেখানে সবাই জামাই, বিয়ের পর ছেলে বাড়ি ছেড়ে চলে যায় – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের বিভিন্ন রাজ্যে বহু আশ্চর্য প্রথা প্রচলিত রয়েছে, যার মধ্যে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার একটি গ্রামের রীতি রীতিমতো চমকপ্রদ। এই কারারি গ্রামে প্রাচীনকাল থেকে এমন এক প্রথা চলে আসছে, যেখানে বিয়ের পর মেয়েরা স্বামীর বাড়িতে যান না; বরং ছেলেরাই নিজেদের বাড়ি ছেড়ে স্থায়ীভাবে শ্বশুরবাড়িতে এসে বসবাস শুরু করেন। গ্রামজুড়ে এখন প্রায় ৫০ থেকে ৬০ জন ‘ঘরজামাই’ রয়েছেন।
স্থানীয় প্রবীণদের মতে, বহু বছর আগে শ্বশুরবাড়িতে নারীদের ওপর অত্যাচারের ঘটনা ঘটত। সেই অত্যাচারের হাত থেকে গ্রামের মেয়েদের রক্ষা করতেই এই ব্যতিক্রমী প্রথা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ঐতিহ্য আজও বজায় রেখে কারারি গ্রামের প্রতিটি মেয়েই বিয়ের পর নিজের পিত্রালয়ে থাকেন এবং তাঁর স্বামী এসে সেখানেই ঘর বাঁধেন। এই প্রথার কারণে এই গ্রামের কোনো মেয়েকেই স্বামীর বাড়ি গিয়ে থাকতে হয় না, যা সারা দেশের তুলনায় এক বিরল চিত্র।