স্বপ্নে আবির্ভূত বাবা বললেন, “খনন করলে তুমি শিবলিঙ্গটি খুঁজে পাবে।” লোকটিও তাই করল, তারপর এই অলৌকিক ঘটনা ঘটল – এবেলা

এবেলা ডেস্কঃ

ছত্তিশগড়ের রায়গড় জেলার বরমকেলা ব্লকের কালগিটার গ্রামের কাছে একটি জঙ্গলে সম্প্রতি এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, যা নিয়ে গোটা এলাকায় এখন তুলকালাম। এক যুবক স্বপ্নে পাওয়া নির্দেশে মাটি খুঁড়ে পেয়েছেন এক শিবলিঙ্গ, ত্রিশূল ও প্রচুর রুদ্রাক্ষসহ একাধিক পূজার সামগ্রী। এই অলৌকিক ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত রামগোপাল চৌহান নামের ২৬ বছর বয়সী এক যুবককে ঘিরে। রামগোপাল সারঙ্গড় ব্লকের ধুঁতা গ্রামের বাসিন্দা হলেও দিদি ও জামাইবাবুর বাড়িতে কালগিটার এসেছিলেন। যুবকটি জানান, বেশ কিছুদিন ধরে তাঁকে স্বপ্নে এক বাবা দেখা দিচ্ছেন। সেই বাবা তাঁকে বারবার বলছেন, গ্রামের কাছের দেববন যোনী জঙ্গলের একটি নির্দিষ্ট জায়গায় মাটির নিচে শিবলিঙ্গ চাপা আছে।

রামগোপাল ২০১৪ সাল থেকে চেন্নাইয়ে কাজ করতেন। সম্প্রতি দিদির বাড়িতে আসার পর স্বপ্নের তীব্রতা আরও বাড়ে। স্বপ্নের কথা তিনি দিদি-জামাইবাবু ও গ্রামের কয়েকজনকে জানান। রামগোপাল তাঁর স্বপ্নের কথা অনুযায়ী ওই নির্দিষ্ট স্থানে খনন করার জন্য জোর দেন। প্রথমে গ্রামবাসী অবিশ্বাস করলেও যুবকের দৃঢ়তায় অবশেষে মঙ্গলবার তিনি জঙ্গলে গিয়ে স্বপ্নের নির্দিষ্ট জায়গাটিতে একটি পতাকা পুঁতে আসেন।

পরের দিন অর্থাৎ বুধবার, গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সেই স্থানে খনন শুরু হয়। মাটি যত গভীর হতে থাকে, গ্রামবাসীর উত্তেজনা তত বাড়ে। একসময় যা বের হলো, তা দেখে সকলের চোখ কপালে! মাটির নিচ থেকে উদ্ধার হয় একটি শিবলিঙ্গ, ৩টি কলস, ৩টি ত্রিশূল, ৫৪৭টি রুদ্রাক্ষ, একটি তামার সাপ এবং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক হিসেবে কিছু পিণ্ড।

তাৎপর্যপূর্ণভাবে, রামগোপাল স্বপ্নে যে স্থানের কথা জানিয়েছিলেন, ঠিক সেই জায়গা থেকেই সমস্ত জিনিস উদ্ধার হয়। রামগোপাল দাবি করেছেন, স্বপ্নে পাওয়া নির্দেশের ভিত্তিতেই এই গুপ্তধনের সন্ধান মিলেছে। এই অলৌকিক ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই আশেপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। তাঁরা উদ্ধার হওয়া দেব-সামগ্রীগুলির পূজা-অর্চনাও শুরু করে দিয়েছেন। এই ঘটনা কি সত্যি কোনো ঐশ্বরিক লীলা, নাকি অন্য কিছু—এ নিয়ে গোটা এলাকায় এখন রহস্য ও কৌতূহলের ঘনঘটা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *