রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে: ‘SIR চালু হোক না, অসুবিধা কী?’ কেন হঠাৎ উল্টো পথে বীরভূমের ‘কেষ্ট’ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ নীতির প্রস্তাবিত রূপরেখা ‘সিঙ্গেল ইমপ্লিকেশান রেজিস্ট্রেশন’ (SIR) নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন তৃণমূল কংগ্রেসের অন্দরেই শোনা গেল উল্টো সুর। রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর (SIR) চালুর বিরোধিতা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক সেই সময় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সম্পূর্ণ ভিন্ন মন্তব্য করলেন।

বর্তমানে একাধিক মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল, যিনি ‘কেষ্ট’ নামেই বেশি পরিচিত, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এসআইআর (SIR) চালু হোক না। অসুবিধা কী আছে? এসআইআর হলে তো ভালোই হবে। খারাপের কিছু নেই, এত ভালো জিনিস। এতে খারাপের কিছুই হবে না।”

এসআইআর (SIR) বা ‘সিঙ্গেল ইমপ্লিকেশান রেজিস্ট্রেশন’ নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কঠোর অবস্থান এবং তুমুল প্রতিবাদের মাঝেই অনুব্রতর এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন জল্পনা সৃষ্টি করেছে। দলের এক শীর্ষ নেতার এই বিপরীত সুর কি শুধুমাত্র তাঁর ব্যক্তিগত মত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কৌশল, সেই প্রশ্ন এখন ঘুরছে বাংলার রাজনীতিতে।

বীরভূমের এই দাপুটে নেতার হঠাৎ এই ‘স্যার’ (SIR) সমর্থনের কারণ কী, তা নিয়েই কৌতূহল বাড়ছে রাজনৈতিক মহলে। এই মন্তব্যের জেরে তৃণমূলের দলীয় অবস্থান ও অভ্যন্তরীণ ঐক্যের উপর কী প্রভাব পড়তে পারে, সেদিকেই এখন নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *