বাংলায় থাকেন ‘নরেন্দ্র মোদী’, দিদির নাম ‘মমতা’ ভোটার তালিকা দেখে ধুন্ধুমার বীরভূমে – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নাম ও পদবীর অদ্ভুত মিল! গুজরাটের আহমেদাবাদের বদলে এই ‘নরেন্দ্র মোদী’র ঠিকানা বীরভূমের দুবরাজপুর। রাজস্থানের আদি বাসিন্দা হলেও, দুবরাজপুরের ১৩ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়ার স্থায়ী বাসিন্দা এই ব্যক্তি এখন সাবলীল বাংলা বলেন এবং স্থানীয় শিশু বিদ্যাপীঠ স্কুলেই ভোট দেন। পেশায় ব্যবসায়ী এই নরেন্দ্র মোদী এলাকায় ‘মুন্না’ নামেই বেশি পরিচিত, তবে আসানসোলের মতো জায়গায় নিজের নাম বললেই তাঁকে ঘিরে তৈরি হয় তুমুল কৌতূহল। তিনি স্পষ্ট জানান, তিনি প্রধানমন্ত্রী নন, একজন সাধারণ মানুষ, যদিও তিনি দেশের প্রধানমন্ত্রীর একজন বড় ভক্ত।
এই নরেন্দ্র মোদীর জীবনের সবচেয়ে বড় কাকতালীয় মিলটি হলো, তাঁর বড় দিদির নামও ‘মমতা’। অর্থাৎ, দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নামের এই আশ্চর্য সংযোগ এই পরিবারে বিদ্যমান। তিনি জানান, তাঁরা এক ভাই ও তিন বোন এবং তাঁর বড় দিদির নাম মমতা। দেশের দুই শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের নামের এই বিরল সংযোগের কারণে দুবরাজপুরের এই সাধারণ পরিবারের নাম এখন স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, যা ভোটার তালিকা দেখেই সকলের নজর কেড়েছে।