বর্ষাকালে ঘরে কেন্নোর উপদ্রব? ৫ টাকার এই ঘরোয়া টোটকাতেই মিলবে চিরস্থায়ী মুক্তি – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ষা এলেই বাড়ির স্যাঁতসেঁতে কোণায় কেন্নো বা জোঁকের মতো দেখতে পতঙ্গের আনাগোনা শুরু হয়। ঘরের দেয়ালের ফাটল বা বাথরুমের মতো জায়গায় এদের উপদ্রব বাড়তে থাকে, যা বাড়ির বাসিন্দাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে, এই বিরক্তিকর প্রাণীদের হাত থেকে মুক্তি পেতে কিছু সহজ, প্রাকৃতিক এবং অত্যন্ত সস্তা উপায় অবলম্বন করা যেতে পারে। এই ঘরোয়া পদ্ধতিগুলি প্রয়োগ করে আপনি এদের উপদ্রব থেকে সহজেই নিষ্কৃতি পেতে পারেন।
কেন্নো তাড়াতে সাধারণ লবণ অত্যন্ত কার্যকর। এটি কেন্নোর শরীরের আর্দ্রতা শুষে নিয়ে তাদের মেরে ফেলে। যেখানে এদের বেশি দেখা যায়, সেখানে লবণ ছিটিয়ে দিন বা দেয়ালের ফাটলে ভরে রাখুন। এছাড়া, কর্পূরের তীব্র গন্ধও কেন্নো সহ্য করতে পারে না, তাই ঘরের কোণে কর্পূর গুঁড়ো করে রাখলে বা জ্বালিয়ে রাখলে সুফল মিলবে। নিম তেলের কড়া গন্ধও এদের জন্য অসহনীয়, তাই তুলোয় করে নিম তেল বিভিন্ন কোণে রাখলে এরা আর কাছে ঘেঁষবে না। এছাড়া, ভিনেগার ও লেবুর মিশ্রণ বা বোরিক পাউডার ব্যবহার করেও দ্রুত এদের দমন করা সম্ভব। যদি কোনো কারণে কেন্নো মুখের ওপর উঠে যায়, তবে সঙ্গে সঙ্গে সামান্য চিনি তার কাছাকাছি দিন, যা এদের দ্রুত মেরে ফেলে।