উত্তরবঙ্গে ফের বিপর্যয়ের আশঙ্কা! – এবেলা

এবেলা ডেস্কঃ
ঘূর্ণিঝড় ‘মোথা’-এর প্রভাবে এবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বড়সড় দুর্যোগের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সম্প্রতি বন্যা ও ভূমিধসের জেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়েছিল। সেই ক্ষত মেটার আগেই ফের একবার ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হওয়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। এই বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার গুরুতর আশঙ্কা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের নদীগুলোর জলস্তরও দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিগত অভিজ্ঞতার ভিত্তিতে এবার আর ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। নতুন করে যাতে কোনও বড়সড় বিপর্যয় না ঘটে, তার জন্য আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।