যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজায় ধ্বংসযজ্ঞ চালাল ইজরায়েল – এবেলা

এবেলা ডেস্কঃ

গাজায় ফের শুরু হয়েছে ইজরায়েলের ভয়াবহ সামরিক আক্রমণ। মঙ্গলবার রাতে এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে খবর। এই ব্যাপক হামলার নির্দেশ দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু আক্রমণের আগে অভিযোগ করেন যে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাঁর দাবি, দক্ষিণ গাজায় ইজরায়েলি সৈন্যদের লক্ষ্য করে হামাস গুলি চালিয়েছে। এই অভিযোগের পরেই নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে গাজায় ব্যাপক আক্রমণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই গাজা ভূখণ্ডে বোমাবর্ষণ শুরু হয়। এই ঘটনায় অঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যুদ্ধবিরতির মধ্যেই এমন ঘটনা কেন ঘটল এবং এর পরবর্তী পরিণতি কী হতে পারে, সেই প্রশ্ন এখন বিশ্বজুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *