রাস্তা বেহাল, জল নেই, আলোও খারাপ! পঞ্চায়েত সমিতির এই উত্তরে ক্ষোভ হরিরামপুরে – এবেলা
 October 31, 2025

এবেলা ডেস্কঃ
হরিরামপুর ব্লকের বহু রাস্তা, নিকাশিনালা, পানীয় জল ও পথবাতি পরিষেবা বেহাল হওয়ায় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ সড়কগুলির পিচ উঠে গিয়েছে, নিকাশিনালা আবর্জনায় বন্ধ এবং টিউবওয়েল অকেজো। পঞ্চায়েত সমিতির সভাপতি স্বীকার করেছেন, নিজস্ব আয় না থাকায় বড় মেরামত সম্ভব হচ্ছে না, তাই জেলা পরিষদকে জানানো হয়েছে।