সিপিএমের ওয়াকআউট! বোর্ডের বৈঠকে কেন ‘তেলে বেগুনে’ জ্বললেন বামেরা? – এবেলা
 October 31, 2025

এবেলা ডেস্কঃ
শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিং থেকে বেআইনি নির্মাণ ও ট্রাফিক ইস্যুতে তুমুল বাক্বিতণ্ডার জেরে ওয়াকআউট করলেন সিপিএম কাউন্সিলররা। বামেদের অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে শাসকদল। পাল্টা তৃণমূলের কটাক্ষ, বামেরা ‘নাটক’ করে শহরের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা চালাচ্ছে, তাদের আমলেই বেআইনি নির্মাণ বেশি হয়েছে।