ইলেকট্রিক স্কুটারে এত বড় চমক! আচমকা দাম কমল ৫০ শতাংশ কী দিচ্ছে ওলা, জয়, কোমাকি? – এবেলা
এবেলা ডেস্কঃ ভারতের বাজারে উৎসবের মরসুম শুরু হতেই ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) দামে যেন আগুন লেগেছে! জিএসটি সংশোধন ও সরকারি ভর্তুকির সুবিধা তো ছিলই, তার উপর বিভিন্ন কো ম্পা নি এবার দিচ্ছে অপ্রত্যাশিত ছাড়। এই বিপুল ছাড়ের তালিকায় সবার উপরে রয়েছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। তারা এই অফারের নাম দিয়েছে ‘মুহূর্ত মহোৎসব’, যেখানে তাদের স্কুটার ও বাইকে মিলছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। যেমন, S1 X 2kWh মডেলটি যার দাম ছিল ৮১,৯৯৯ টাকা, এখন তা মাত্র ৪৯,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। বিপুল এই মূল্যহ্রাসের