রাশিয়ার স্টেলথ ফাইটার নাকি ফ্রান্সের রাফালে, কোনটির জন্য মুখিয়ে আছে প্রতিরক্ষা মন্ত্রক? – এবেলা
এবেলা ডেস্কঃ নয়া দিল্লি: ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন! একটি নয়, বরং দু-দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। একদিকে রাশিয়ার নতুন প্রজন্মের স্টেলথ ফাইটার জেট Su-57E, অন্যদিকে ফ্রান্সের সুপরিচিত রাফালে F4। কোন বিমানটি বেছে নেবে ভারত? আর এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ভারতীয় বায়ুসেনার আগামী দিনের ক্ষমতা, কৌশলগত বিদেশনীতি এবং দেশের প্রতিরক্ষা শিল্পের ভবিষ্যৎ।কেন আলোচনায় রাশিয়া ও ফ্রান্সের প্রস্তাব?রাশিয়া ভারতকে ১২৬টি Su-57E স্টেলথ ফাইটার জেটের একটি বিশাল প্রস্তাব দিয়েছে। তাদের দাবি, এই বিমানটি রাফালের থেকেও প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি