মহাকাশে ভারতের নতুন ‘বডিগার্ড’ আতঙ্ক ছড়ালো চীন-পাকিস্তানের, কী হতে চলেছে? – এবেলা
এবেলা ডেস্কঃ ইসরায়েলের সুরক্ষার জন্য যেমন আমেরিকা রয়েছে, ভারত জানে তার সুরক্ষার জন্য অন্য কোনো দেশ এগিয়ে আসবে না। তাই শুধু স্থল বা আকাশ নয়, এবার ভারত নিজের নিরাপত্তার বলয়কে মহাকাশেও এমন শক্তিশালী করতে চলেছে, যা ভেদ করা চীন বা আমেরিকার মতো পরাশক্তিদের পক্ষেও আসাম্ভব হবে। ঠিক যেন এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের মতোই, এবার ভারত মহাকাশে এক বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে। আপাতত মহাকাশে পাকিস্তানের কোনো অবস্থান না থাকলেও, তারা যদি চীনের সাহায্যে ভারতীয় উপগ্রহগুলিতে হামলা করার দুঃসাহস দেখায়, তাহলে মহাকাশে মোতায়েন ভারতের