ভারতের দিকেই আসছে আরও একদল চিতা, আসছে আফ্রিকার তিন দেশ থেকে! – এবেলা
এবেলা ডেস্কঃ ভারতে চিতার সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা আবারও গতি পেয়েছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের সূত্রে খবর, চলতি বছরের ডিসেম্বরে কেনিয়া, বতসোয়ানা এবং নামিবিয়ার সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি হলে আরও ৮ থেকে ১০টি আফ্রিকান চিতা ভারতে আনা হবে।বহু দশক আগে ভারত থেকে বিলুপ্ত হয়ে যাওয়া চিতাদের ফিরিয়ে আনার এই প্রকল্পটি ইতিমধ্যেই বেশ সফল। ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে ৮টি এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়েছিল। এই ২০টির মধ্যে বর্তমানে ১১টি প্রাপ্তবয়স্ক চিতা জীবিত আছে। এর পাশাপাশি ভারতে জন্ম নিয়েছে ২৬টি