ভুয়ো UN নম্বরের গাড়িতে লুকোচুরি, একাই ১৫ ছাত্রীর সঙ্গে ‘নোংরামি’ করত আশ্রমের প্রধান! – এবেলা
এবেলা ডেস্কঃ দিল্লির এক নামী আশ্রমের প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ১৫ জন ছাত্রী। তাদের অভিযোগ, আশ্রমের প্রধান তাদের সঙ্গে নিয়মিত যৌন হেনস্থা করতেন। এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিলাসবহুল ভলভো গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, যার নম্বর প্লেটে লেখা ছিল ভুয়ো ‘UN’ নম্বর।আশ্রমের আড়ালে চলত কীসের প্রশিক্ষণ?দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার এই আশ্রমটি দক্ষিণ ভারতের এক প্রসিদ্ধ আশ্রমের শাখা। এখানে ম্যানেজমেন্ট কোর্স করানো হতো এবং ছাত্রছাত্রীরা দুটি আলাদা ব্যাচে পড়াশোনা করত। অভিযোগ, আশ্রমের প্রধান চৈতন্যনন্দ ওরফে চিন্ময়ানন্দ, নিজের প্রভাব খাটিয়ে