৫১ বছর পর দুর্লভ সংযোগ, ভাগ্য খুলছে এই তিন রাশির! – এবেলা
এবেলা ডেস্কঃ জ্যোতিষ মতে, আগামী ২৭ সেপ্টেম্বর এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। গ্রহের রাজা সূর্য এবং কর্মফলদাতা শনিদেবের মধ্যে এক বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে। জ্যোতিষীরা বলছেন, প্রায় ৫১ বছর পর এমন সংযোগ দেখা যাচ্ছে, যেখানে শনিদেবের উপর সূর্যের শুভ দৃষ্টি পড়বে। এর সঙ্গে একই দিনে সূর্য চন্দ্রের নক্ষত্র হস্ততে প্রবেশ করবে, যা এর প্রভাবকে আরও বাড়িয়ে তুলবে। এই পরিবর্তন কয়েকটি রাশির জাতকদের জীবনে বড়সড় ইতিবাচক প্রভাব ফেলবে। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশির ভাগ্য এই সংযোগের কারণে বদলে যেতে পারে।বৃষসূর্যের শুভ দৃষ্টি