দুর্গাপূজার আগেই রেলকর্মীদের মুখে হাসি, ৭৮ দিনের বেতন বোনাস ঘোষণা কেন্দ্রের! কারা পাবেন? – এবেলা
এবেলা ডেস্কঃ উৎসবের মরশুমের আগেই দেশের প্রায় ১০ লক্ষ ৯০ হাজার রেলকর্মীর জন্য বড় সুখবর শোনাল কেন্দ্র। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB) স্কিমের আওতায় রেলকর্মীদের ৭৮ দিনের বেতনের সমপরিমাণ বোনাস দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তে আনুমানিক খরচ হবে ১ হাজার ৮৬৬ কোটি টাকা।কেন এই বোনাস?রেলের নন-গেজেটেড কর্মীদের কাজ ও পারফরম্যান্সের ভিত্তিতেই এই বোনাস দেওয়া হচ্ছে। মূলত লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, টেকনিশিয়ান, পয়েন্টম্যান, ট্র্যাক মেইনটেনার-সহ অন্যান্য কর্মীরা এই সুবিধা পাবেন। সরকারের এই পদক্ষেপকে অর্থনীতিবিদরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, একদিকে