জোর করে বিদ্যুতের খুঁটিতে তোলা হল, তারপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! মৃতের পরিচয় মানতে নারাজ বিদ্যুৎ দফতর – এবেলা
এবেলা ডেস্কঃ মধ্যপ্রদেশের শিবপুরী জেলার কোলারা থানার অন্তর্গত গ্রাম নিভোদায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সংস্থার ১১ কেভি লাইনের ত্রুটি মেরামত করতে খুঁটিতে উঠেছিলেন ৫৫ বছর বয়সী রমন শর্মা। কাজ শুরু করার পরই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। ঘটনার পর তার মরদেহ দীর্ঘক্ষণ খুঁটিতে ঝুলন্ত অবস্থায় ছিল।পরিবারের অভিযোগ, রমন শর্মা গত কয়েক বছর ধরে স্থানীয় লাইনম্যানদের হয়ে বিদ্যুতের খুঁটিতে চড়ে মেরামতির কাজ করতেন। তার পরিবার আরও জানায়, লাইনম্যানরা তাকে জোর করে বিদ্যুতের খুঁটিতে তুলেছিল এবং সেই সময় লাইনে বিদ্যুৎ সরবরাহ