বিয়ের এক মাসের মধ্যেই বদলে যায় স্বামী, পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী! কেন ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা? – এবেলা
এবেলা ডেস্কঃ বিয়ে করেছিলেন ভালোবেসে, কিন্তু সেই প্রেম এক মাসের মধ্যেই রূপ নেয় ভয়ংকর অত্যাচারে। আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী। এক সময় এই ঘটনা গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। লোরেনা ববিট নামে সেই নারী এখন কেন শ্রদ্ধার পাত্রী, আর কীভাবেই বা তার জীবনের গল্প উঠে এল তথ্যচিত্রে, তা জানলে আপনিও অবাক হবেন।১৯৯৩ সালের ২৩ জুন, ভোরে স্বামী জন ওয়েন ববিট যখন রক্তে ভেজা অবস্থায় হাসপাতালে পৌঁছন, চিকিৎসকরা হতবাক হয়ে যান। জন অভিযোগ করেন, ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী