দিল্লির সেই জাদুকরী বাজার যেখানে জারা এবং এইচএন্ডএম-এর মতো ব্র্যান্ডেড পোশাক কেজি প্রতি পাওয়া যায় – এবেলা
এবেলা ডেস্কঃ দিল্লিতে ফ্যাশন মানেই শুধু ঝাঁ চকচকে মল নয়। বরং এই শহরের আসল রূপ লুকিয়ে আছে সেই সব বাজারে, যেখানে কম দামে মেলে এক থেকে এক ট্রেন্ডি আর স্টাইলিশ পোশাক। তবে জানেন কি, দিল্লিতে এমন কিছু বাজার আছে যেখানে জামাকাপড় পিস হিসেবে নয়, বরং ওজন দরে বিক্রি হয়? শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি!হ্যাঁ, ঠিক যেমন সবজি বা ফল কেনা হয়, তেমনই এখানে জারা, এইচঅ্যান্ডএম, ফরএভার ২১-এর মতো ব্র্যান্ডেড পোশাকও ওজন দরে কেনা যায়। এখানে একটি জ্যাকেট বা জিন্সের দাম মাত্র ২০০ থেকে