বাংলার যে রাজবাড়িতে রানির আমল থেকে আজও দুর্গাপূজা হয়, জানেন? – এবেলা
এবেলা ডেস্কঃ মহালয়ার পর প্রতিপদের দিনেই শুরু হলো প্রায় ২৫১ বছরের প্রাচীন মহিষাদল রাজবাড়ির দুর্গাপূজা। ১৭৭৪ সালে রানি জানকীর আমলে শুরু হওয়া এই পুজো আজও ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হয়। রাজত্ব না থাকলেও আড়ম্বরের বদলে নিয়ম-আচারে ছেদ পড়েনি একফোঁটাও। এখনও দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান এই প্রাচীন পুজো দেখতে।আগে এই পুজোয় ১০৮টি নীল পদ্ম, কামানের তোপ দাগা এবং ১০৮টি বলি দেওয়ার মতো আড়ম্বরপূর্ণ রীতি ছিল। বর্তমানে সাদা পদ্ম দিয়ে পুজো হলেও কিছু ঐতিহ্য এখনো টিকে আছে। একসময় পর্দার আড়াল থেকে রাজবাড়ির মহিলারা পুজো দেখলেও এখন