কেন ফুঁসছেন নেতানিয়াহু প্যালেস্টাইনকে রাষ্ট্র ঘোষণা কি জঙ্গিদের পুরস্কৃত করা – এবেলা
এবেলা ডেস্কঃ প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্রিটেন ও কানাডা। এর পরেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর দাবি, এই পদক্ষেপের মাধ্যমে আসলে সন্ত্রাসবাদীদের পুরস্কৃত করা হচ্ছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, প্যালেস্টাইন কখনই রাষ্ট্র হতে পারবে না।নেতানিয়াহু এই সিদ্ধান্তকে অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন এবং এর বিরুদ্ধে রাষ্ট্রসংঘে প্রতিক্রিয়া দেওয়ার কথাও জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে ভারতসহ ১৪৫টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ব্রিটেন ও কানাডা। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার জানিয়েছেন, তাঁরা মধ্যপ্রাচ্যে শান্তি