বিরাট-অনুষ্কার সঙ্গে লন্ডনে কে? বাবা-মায়ের সঙ্গে প্রকাশ্যে ছোট্ট সদস্যকে দেখে প্রশ্ন নেটপাড়ার – এবেলা
এবেলা ডেস্কঃ অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি, এই তারকা দম্পতিকে সবসময়ই ক্যামেরার ফোকাসে দেখা যায়। সম্প্রতি লন্ডন থেকে তাঁদের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে অনুরাগীরা রীতিমতো উচ্ছ্বসিত। ছবিতে দেখা যাচ্ছে, এই তারকা দম্পতি তাঁদের ছোট ছেলে আকায়কে নিয়ে বেড়াতে বেরিয়েছেন।ছবিতে লন্ডনের রাস্তায় আরামদায়ক পোশাকে দেখা গিয়েছে বিরাট ও অনুষ্কাকে। মেরুন রঙের লেগিংস, সোয়েটশার্ট ও স্নিকারে অনুষ্কাকে দেখা যায়, যিনি একটি স্ট্রলারে আকায়কে বসিয়ে নিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে, বিরাট কোহলি একটি বাদামি রঙের সোয়েটশার্ট এবং নীল জিন্সে তাঁর পাশে হাঁটছিলেন। এই ছবি