মোদী করলে দোষ নেই, মমতা করলেই প্রশ্ন? পুজো উদ্বোধন নিয়ে শুভেন্দুকে পাল্টা বিঁধলেন অভিষেক – এবেলা
এবেলা ডেস্কঃ মহালয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন দুর্গাপুজোর উদ্বোধন করছেন? এই প্রশ্ন তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন সমালোচনায় সরব, তখন তাঁকে পাল্টা বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার মন্তব্যের সূত্র ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রামমন্দির উদ্বোধন প্রসঙ্গ টেনে এনেছেন তিনি।সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগে পুজো উদ্বোধন করছেন, তাই নিয়ে নাকি রীতিনীতি মানা হচ্ছে না। তাহলে শুভেন্দু অধিকারীকে গিয়ে পাল্টা প্রশ্ন করছেন না কেন, এপ্রিল মাসে রামনবমী ছিল, আর জানুয়ারি মাসে কেন রামমন্দির উদ্বোধন করলেন