ভয়ংকর ঘটনা! মহিলাকে খেয়ে ফেলল হিংস্র ভাল্লুক, উদ্ধারে যাওয়া দলকে দেখেও ফিরে এল বারবার – এবেলা
এবেলা ডেস্কঃ এক হাড়হিম করা ঘটনায় রাশিয়া কেঁপে উঠেছে। ৬৩ বছর বয়সী এক বৃদ্ধাকে নৃশংসভাবে আক্রমণ করে মেরে ফেলেছে একটি বন্য ভাল্লুক। ভয়াবহ ব্যাপার হলো, ভাল্লুকটি কেবল ওই মহিলাকে মেরেই ক্ষান্ত হয়নি, তাকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। সবথেকে আশ্চর্যের ঘটনা হলো, উদ্ধারে আসা বন দপ্তরের দলটিকে ভয় দেখিয়েও ভাল্লুকটি বারবার ফিরে আসছিল মৃতদেহের কাছে।ঘটনাটি ঘটেছে রাশিয়ার সাখালিন দ্বীপে। লিউমিলা কোমারোভা নামে ওই মহিলা তার এক বন্ধুর সঙ্গে জঙ্গলে বেরি ফল কুড়াতে গিয়েছিলেন। সে সময়ই একটি বিশালাকার ভাল্লুকের মুখোমুখি হন তিনি। কিছু বুঝে ওঠার আগেই হিংস্র