আপনার বাড়ির মেঝেতে কি বৃষ্টির জল ঢুকেছে? দেখুন, চটজলদি ঝকঝকে করার ৪ সহজ উপায়! – এবেলা
এবেলা ডেস্কঃ সোমবার গভীর রাত থেকে কলকাতা জুড়ে একটানা বৃষ্টি চলছে। শহরের দক্ষিণ, মধ্য ও উত্তরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অনেক বাড়িতেই বৃষ্টির জল ঢুকে মেঝে নষ্ট হওয়ার সমস্যা দেখা দিয়েছে। আপনার সাধের ঘরের মেঝে বা টাইলস কি বৃষ্টির জমা জলে নোংরা হয়ে গেছে? চিন্তা করবেন না! ঘরোয়া কিছু সহজ কৌশলেই আপনার মেঝে আবার আগের মতো ঝকঝকে হয়ে উঠবে।ঘরের মেঝে বা টাইলস দীর্ঘদিন ব্যবহারের পর জেল্লা হারাতে শুরু করে। নানা ধরনের কমার্শিয়াল ক্লিনিং সলিউশন ব্যবহার করেও অনেক সময় সেই পুরনো উজ্জ্বলতা