হানিমুন থেকে ফিরেই বিরাট চমক! আমেরিকায় ৯০ ফুট উঁচু হনুমান মূর্তি নিয়ে রিপাবলিকান নেতার ভয়ঙ্কর মন্তব্য, তুমুল বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৯০ ফুট উঁচু হনুমানের মূর্তি নিয়ে এক রিপাবলিকান নেতার মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। আলেকজান্ডার ডানকান নামের ওই রিপাবলিকান নেতা হনুমানকে ‘ভুয়ো হিন্দু দেবতা’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। আমেরিকা একটি ‘খ্রিস্টান জাতি’, এই দাবি করে তিনি হিন্দু দেবতার মূর্তি নির্মাণের তীব্র বিরোধিতা করেন।টেক্সাসের সুগার ল্যান্ড শহরের শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে অবস্থিত ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’-এর হনুমান মূর্তির ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে ডানকান লেখেন, “আমরা কেন টেক্সাসে একজন ভুয়ো হিন্দু দেবতার মিথ্যা মূর্তি স্থাপনের অনুমতি দিচ্ছি? আমেরিকা একটি