বৃষ্টির তোয়াক্কা নেই! চতুর্থীর দুপুরেই মণ্ডপে জনজোয়ার, জল-কাদা পেরিয়ে ঠাকুর দেখছে কলকাতা
কলকাতা: বৃষ্টি থোড়াই কেয়ার! শরৎ এলেও আকাশের মনমেজাজ যেন এখনও শ্রাবণে। চতুর্থীর দুপুর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে নামল ঝমঝমিয়ে বৃষ্টি। কিন্তু এই বৃষ্টিই যেন উৎসবপ্রেমী বাঙালির কাছে এক নতুন চ্যালেঞ্জ। ম্যাডক্স স্কোয়ার থেকে দেশপ্রিয় পার্কের দিকে মানুষের যে ঢল নেমেছিল, আকাশের চোখরাঙানি তাকে বিন্দুমাত্র থামাতে পারেনি। প্রথমে টিপটিপ, তারপর ঝিরঝির, শেষে মুষলধারে বৃষ্টি। ফাঁকা স্টলের নিচে আশ্রয় নেওয়া এক খুদের কাঁদো কাঁদো মুখ, "বৃষ্টি বলে কালকের মতো বাড়ি চলে যাব না আমি। বাড়ি ঢুকলেই বৃষ্টি থেমে যায়।" শিশুটির এই দৃঢ় বার্তার পরই যেন প্রকৃতির