জীবিকা দিদিদের জন্য তেজস্বীর মাস্টারস্ট্রোক! স্থায়ীকরণ সহ বেতনের প্রতিশ্রুতি ৩০ হাজার
বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের মন জয় করতে বড় ঘোষণা করলেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব। মহাজোট সরকার গঠিত হলে রাজ্যের 'জীবিকা সিএম দিদিদের' (কমিউনিটি মোবিলাইজার) চাকরি স্থায়ী করা হবে এবং মাসিক বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একইসঙ্গে, আরজেডি নেতা জানান, তাঁদের নেওয়া ঋণের সম্পূর্ণ সুদ মকুব করা হবে এবং আগামী দু'বছরের জন্য দেওয়া হবে সুদবিহীন ঋণ। তেজস্বী বর্তমান এনডিএ সরকারের বিরুদ্ধে জীবিকা দিদিদের প্রতি উদাসীনতার অভিযোগও তুলেছেন। এছাড়াও, আরজেডি ক্ষমতায় এলে জীবিকা দিদিদের অতিরিক্ত ২ হাজার