দীর্ঘ ৩ বছর পর পর্দায় ফিরছেন দেবপর্ণা, নতুন রূপে চমক দেবেন অভিনেত্রী!
অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী দীর্ঘ তিন বছরের বিরতি শেষে ছোট পর্দায় ফিরছেন। বিয়ের পর অভিনয় থেকে দূরে থাকলেও দর্শক এখনও তাঁকে 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকের 'অনু' চরিত্রেই মনে রেখেছেন। এবার জি বাংলা সোনার-এর 'SIT বেঙ্গল' ধারাবাহিকের একটি বিশেষ গল্পে দেখা যাবে তাঁকে। এই প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি জানান, "কয়েক বছর পরে যখন ফিরে এলাম, তখন ইন্ডাস্ট্রি অনেকটা বদলে গিয়েছে। চেনা মানুষগুলোরও কেউ আছে কেউ নেই।" নতুন লুকে তাঁর প্রত্যাবর্তনের খবর নিঃসন্দেহে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়াবে। অভিনয় জগৎ অনেকটাই পরিবর্তিত হয়েছে বলে জানালেও, দেবপর্ণা চক্রবর্তী