পাকিস্তানের সাথে জোট বাঁধতেই কি এবার ভারতের বিরুদ্ধে যাবে সৌদি আরব? চাঞ্চল্যকর চুক্তি ঘিরে তুঙ্গে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তানের সঙ্গে এক চাঞ্চল্যকর প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এই চুক্তি ঘিরে এখন উপমহাদেশে চলছে তুমুল আলোচনা। অনেকেই বলছেন, এর ফলে ভারত-পাকিস্তানের মধ্যে পুরনো রেষারেষি আরও বাড়তে পারে। কিন্তু কী আছে এই চুক্তিতে, যা নিয়ে এত উত্তেজনা?
গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সই হয়েছে একটি ‘স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ বা SMDA। এই চুক্তির মূল কথা হলো, দুই দেশের মধ্যে যে কোনো একটির ওপর যদি কোনো আক্রমণ হয়, তবে অন্য দেশ সেটিকে নিজেদের ওপর আক্রমণ বলে ধরে নেবে। অনেকটা ন্যাটো দেশগুলোর মতো, যেখানে পারস্পরিক সুরক্ষার জন্য একজোট হয়ে লড়াইয়ের অঙ্গীকার করা হয়।
বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশ একে অপরের সামরিক শক্তি বাড়াতে চাইছে। এর কারণ হিসেবে সামনে আসছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইরানের উপর ইজরায়েলের সম্ভাব্য আক্রমণ। সেই প্রেক্ষাপটে আমেরিকা তার আঞ্চলিক নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে ভাবছে, আর এর পরপরই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির পর ভারতের প্রতিক্রিয়া ছিল খুবই সতর্ক। তারা জানিয়েছে, বিষয়টি তাদের নজরে আছে। অনেকেই বলছেন, পাকিস্তানের পক্ষ থেকে এই চুক্তির মাধ্যমে ভারতের ওপর চাপ তৈরির চেষ্টা হতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো, যদি ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সামরিক সংঘাত হয়, তবে কি সৌদি আরব সত্যিই পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি সেনা পাঠাবে?
কারণটা হলো, ভারত ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে দীর্ঘদিন ধরেই পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। সৌদি আরব স্পষ্ট করে জানিয়েছে, এই চুক্তি দীর্ঘস্থায়ী হলেও এটি কখনোই ভারত-বিরোধী কোনো পদক্ষেপ নয়। তা সত্ত্বেও, এমন এক সময়ে এই চুক্তি সই হয়েছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নেই।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভারতের বিপক্ষে যাওয়ার থেকে বরং ইজরায়েলকে একটি কড়া বার্তা দিতে পারে। আপাতত এই চুক্তির অধীনে দুই দেশের মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং তথ্য আদান-প্রদান বাড়ানো হবে। তবে ভবিষ্যতে আঞ্চলিক মেরুকরণে এর প্রভাব কী হতে পারে, সেদিকে ভারতকে অবশ্যই নজর রাখতে হবে। ভারত এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং একইসঙ্গে সৌদির সঙ্গে নিজেদের সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।